বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বিভিন্ন ফার্মেসি ও ওষুধের গোডাউনে অভিযান চালিয়ে দুই কোটি টাকার মেয়াদুত্তীর্ণ ওষুধ জব্দ করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব-১০ ও ঔষধ প্রশাসন অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম বলেন, মিটফোর্ড এলাকার মিটফোর্ড টাওয়ারের ৩য় তলায় একটি দোকানে এবং পাশের হাবিব মার্কেটে অভিযান চালিয়ে আরো দুটি দোকানে ক্যান্সার, হৃদরোগ এবং আইসিইউ, ও সিসিইউ’তে ব্যবহৃত ৬৯ ধরণের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিদেশী ঔষধ নতুন করে মেয়াদ বসিয়ে বাজারে ছাড়ার প্রমাণ পাওয়া যায়। পরে প্রায় দুই কোটি মূল্যের ওষুধ জব্দ করা হয়। সারওয়ার আলম আরও বলেন, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ১৯৬২টি চোখের ড্রপের লেবেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী বাপ্পী এবং অপু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।