Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার হাসপাতালে ওষুধ সঙ্কট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

শ্রীলঙ্কার চিকিৎসকরা বলছেন, সে দেশের অর্থনৈতিক সংকট আরো খারাপ হওয়ায় হাসপাতালগুলোতে ওষুধ ও প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের শঙ্কা, বৈশ্বিক সাহায্য স্বল্প সময়ের মধ্যে না পৌঁছালে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। চিকিৎসক জ্ঞানাসেকারম উদ্বেগ প্রকাশ করে বলেন, দিনকে দিন সবকিছু (চিকিৎসাসামগ্রী) ফুরিয়ে যাচ্ছে। আমরা যদি শূন্যের পর্যায়ে চলে যাই, তাহলে আমি জানি না কী হবে। সংকটের মধ্যে চিকিৎসক এবং নার্সরাও বিক্ষোভ করেছেন। শ্রীলঙ্কার মেডিক্যাল স্পেশালিস্টদের সংগঠন থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে যে, কলম্বোর হাসপাতালগুলোতে কোন কোন ওষুধের ঘাটতি রয়েছে। ডা. জ্ঞানাসেকারম বলেন, আমাদের ওষুধের ঘাটতি রয়েছে, অচেতন করার ওষুধের স্বল্পতা রয়েছে, সেলাই করার উপকরণের অভাব রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কার হাসপাতালে ওষুধ সঙ্কট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ