Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিকের প্যানেল মেয়র নির্ধারণ আজ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সিলেট কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ জুলাই। নির্বাচনের মাস খানেক পর ৫ সেপ্টেম্বর গণভবনে শপথ নেন নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরা। এরপর থেকে মেয়র এবং আগের মেয়াদের কাউন্সিলররা দায়িত্ব পালন করলেও প্রথম সভা অনুষ্ঠিত না হওয়ায় দায়িত্ব পাননি নবনির্বাচিত কাউন্সিলররা।
নির্বাচনে বিজয়ী হওয়ার প্রায় তিন মাস পর আজ বুধবার দায়িত্ব পেতে যাচ্ছেন নব নির্বাচিত কাউন্সিলররা। এদিন সকাল ১০টায় সিলেট নগর ভবনে অনুষ্ঠিত হবে সিসিকের বর্তমান পরিষদের প্রথম সভা। নির্ধারণ হবে এই মেয়াদে কারা হচ্ছেন সিসিকের প্যানেল মেয়র। কেননা নতুন পরিষদের প্রথম সভায়ই প্যানেল মেয়রের বিষয়টি নির্ধারণ করার বিধি রয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নতুন পরিষদের প্রথম সভা বুধবার। এদিন প্যানেল মেয়রের দায়িত্ব নিয়েও আলোচনা হবে। চেষ্টা করা হবে আলোচনার মাধ্যমে দায়িত্ব দেয়ার। তবে যদি প্যানেল মেয়রের প্রার্থী বেশী হন তবে পরবর্তীতে নির্বাচন করে দায়িত্ব দেয়া হতে পারে।
এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের এবারের পরিষদে কাউন্সিলর হিসেবে যুক্ত হয়েছেন ৬ নতুন মুখ। এছাড়া কয়েকজন মহিলা কাউন্সিলরও এবার প্রথম নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ