Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসিক প্যানেল মেয়রের স্বামী আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও জোড়া খুনের মামলার প্রধান আসামি বিএনপি নেতা হাসান আহমেদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত হাসান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভার স্বামী।
পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানান, হেফাজত কাণ্ডসহ সাম্প্রতিক সময়ের সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়। বিকেলে আটককৃত হাসানকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে প্রেরণ করা হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতার মামলায় হাসান আহমেদকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে করা হয়। আদালত তার বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ছাড়াও হাসানের বিরুদ্ধে কাশিপুরের জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে। মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, বাবুরাইল এলাকায় বিভিন্ন পরিবহন, অবৈধ অটো স্ট্যান্ডে চাদাঁবাজী, মাদক বিক্রেতাদের শেল্টারদাতা হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিক প্যানেল মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ