Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে সাপ আতংকে শিক্ষার্থীরা

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ৯:৪৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে সাপ আতংকে উপজেলার ৭৩ নং পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা। ফলে গত কয়েক দিন যাবত সাপ আতংকে শিক্ষার্থীদের উপস্থিতি শূন্যের কোঠায় নেমে এসেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে স্থানীয়রা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে একটি কিং কোবরা জাতের সাপ পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, বিদ্যালয়ে দুটি ভবনের মধ্যে পুরনো ভবনটিতে গত ১ নভেম্বর প্রথম সাপের উপস্থিতি লক্ষ করা যায়। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় একটি কোবরা সাপ শ্রেণীকক্ষে প্রবেশ করে। এ সময় শিশু শিক্ষার্থীরা আতংকিত হয়ে চিৎকার শুরু করে। সাপটি মারার চেষ্টা করলে ঐ শ্রেণীকক্ষের পাকা মেঝের একটি ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এরপর থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। অভিভাবকরাও তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।বিদ্যালয় কর্তৃপক্ষ গত দুই দিন ধরে সাপুড়ে দিয়ে সাপ তাড়ানোর চেষ্টা করছেন। এ সময় মেঝের একাংশ খুঁড়ে বড় ও ছোট সাপের অস্তিত্ব পেয়েছেন সাপুড়েরা। তবে মেঝে সম্পূর্ণ না ভেঙে সাপ ধরা সম্ভব নয়। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। পূজার ছুটি চলাকালীন সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ