পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সোহরাওয়ার্দী ময়দানে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার দিকেই চাটগাঁবাসীর দৃষ্টি। জনসভার সর্বশেষ খবর জানতে অধীর আগ্রহে নেতাকর্মীরা। বেসরকারি টিভি চ্যানেল, জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে জনসভায় মানুষের উপস্থিতি এবং নেতাদের বক্তব্য জানছেন তারা। চট্টগ্রাম মহানগর ও জেলা নেতাদের অনেকে জনসভায় যোগ দিয়েছেন। অনেক নেতাকর্মী ফেইসবুকে লাইভে জনসভা প্রচার করছেন। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এখানকার নেতাকর্মী এবং রাজনৈতিক সচেতন মানুষের দৃষ্টি এখন নিবন্ধ। জনসভা থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কি কর্মসূচি ঘোষণা করেন তা নিয়েও আগ্রহের কমতি নেই। উল্লেখ্য, নবগঠিত ঐক্যফ্রন্টের দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে গত ২৭ অক্টোবর। তার আগে প্রথম জনসভা অনুষ্ঠিত হয় সিলেটে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এ জনসভাকে ঘিরে চট্টগ্রামেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।