রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় চলতি বছর এইচএসসি পরিক্ষায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শতকরা ৮৩.০২ পাশের হার পেয়ে জেলার সেরা কলেজ হিসেবে স্থান কওে নেেিয়ছেন। এ কলেজ থেকে মোট ১২৮০ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১০৬৫ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৫১ পরিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর ২০% শিক্ষার্থী বেশী পাশ করেছে। যশোর বোর্ডের পাশের হার যেখানে ৭৫.৬৫% সেখানে সরকারি কলেজের ভাল ফলাফলে খুশি স্থানীয়রা। এছাড়া গত বছরের তুলনায় ভাল ফল করায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত।
এ বছর জেলায় মোট ৭৮৩৩ জন শিক্ষার্থী এইচ এসসি পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৫৬৩০ জন। মোট পাশের হার ৭১.৮৮। জিপিএ ৫ পেয়েছে ১৪৯জন। অন্যদিকে আলিম পরিক্ষায় মোট পরিক্ষার্থী ছিল ৫০৬ জন। পাশ করেছে ৪৬৬জন। জিপিএ ৫ পেয়েছে ৬জন।
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ জানান- গত বছর কলেজের এইচএসসি পরিক্ষায় পাশের হার ছিল মাত্র ৫৪% । এবছর শুরু থেকেই নিয়মিত ক্লাস ও প্রতিটি পরিক্ষার্থীর সাথে শিক্ষকদের নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খবর নেয়া হয়। শিক্ষা উন্নয়ন কমিটির মাধ্যমে শিক্ষকরা ছাত্রছাত্রীদের মনিটরিং নিশ্চিত করেন। ফলে এ বছর পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.০২%। এ অবস্থা চালিয়ে যেতে পারলে কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।