নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩২তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বাছাই পর্বের খেলা গত শনি ও রোববার অনুষ্ঠিত হয়। আজ থেকে শুরু হবে প্রতিযোগিতার মুলপর্বের লড়াই। তার আগে গতকাল বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও টেনিস ফেডারেশনের সভাপতি মো: শাহরিয়ার আলম, এমপি। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
আগামী ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার মূলপর্বে স্বাগতিক বাংলাদেশ, আমেরিকা, চায়না, চাইনিজ তাইপে, জার্মানী, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার ৩২জন করে বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছেন। প্রতিযোগিতার নক-আউট পদ্ধতির খেলায় বালক ও বালিকা একক এবং দ্বৈতে মোট ৪টি ইভেন্ট অন্তভর্‚ক্ত থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৮ টা হতে এককের খেলা এবং দুপুরে দ্বৈতের খেলা অনুষ্ঠিত হবে। এ আসরে বাংলাদেশ দলের ২২ জন বালক ও ৬ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।