Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক জুনিয়র টেনিসের বালক ও বালিকা এককের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। এদিন রমনা টেনিস কমপ্লেক্সে বালক এককের খেলায় ভারতের জাদেভ গুঞ্জন স্বদেশি প্রনেশ বাবুকে, ভারতের সাচ্চি সরমা থাইল্যান্ডের মাইকেলকে, ভারতের শ্রীভাসতাভ কারান সিঙ্গাপুরের ওয়েনি জাস্টিনকে, কোরিয়ার পার্ক চ্যাং ফিলিপাইনের মাইকেল এলাকে, কেরিয়ার সিন জাং ভারতের নিকিত রেড্ডিকে, ভারতের রিসাভ শারদা চায়নার চ্যাংকে, কোরিয়ার কিম মালয়েশিয়ার জিং তাকেশিকে এবং ভারতের বাদোলা কোরিয়ার কিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন। বালিকা এককে আমেরিকার ক্যাথি লাফ্রান্স ভারতের রমেশ ঋদ্ধিকে, ভারতের মুশকান গুপ্তা চীনের ইয়ান জিংকে, কোরিয়ার পার্ক জি মিন স্বদেশী চ্যা ইউজিয়াওকে, ভারতের কেশপ তানিশা চীনের লি জিংগেলকে, চীনের হুজিয়াওউই বাংলাদেশের আফরানা ইসলাম প্রিতিকে, ভারতের হার্শা চ্যালা কোরিয়ার সিম হায়ানকে, চীনের ওয়াং জিংগেল ভারতের গাওয়ারিকে এবং জাপানের রুনা ইচি নোজ আমেরিকার আনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক জুনিয়র টেনিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ