Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীন সফরে গেলেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সরকারি সফরে চীন গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। চীনের পিএলএ এয়ার ফোর্স কমান্ডার ও সিএটিআইসি প্রেসিডেন্টের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি। 

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার স্ত্রীসহ আরও দু’সফরসঙ্গী নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনী প্রধান। সফরে তিনি চীনে অনুষ্ঠেয় ১২তম আন্তর্জাতিক বিমান পরিবহন, এয়ারস্পেস প্রদর্শনী (জুহাই এয়ার শো) এবং ৫ম আন্তর্জাতিক সামরিক ফ্লাইট ও প্রশিক্ষণ সম্মেলনে অংশ নেবেন। পরে পিএলএ এয়ার ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে। এ সফরে বেইজিংয়ের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এভিআইসি, চেংদু এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধানের এ সফরে দু’দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ