Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচন নিয়ে দিনাজপুরে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময়

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৪:০৬ পিএম

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভুইয়া স্বাধীনতা স্বার্বভৌমত্বকে রক্ষা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিকে রক্ষার দায়িত্ব উল্লেখ করে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার ক্ষেত্রে সকলেই নৈতিক দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের কর্মকান্ডের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যেন অন্যের ঘরে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ৫ নভেম্বর সোমবার দিনাজপুর ৪২ বিজিবি হলরুমে বিজিবির আমন্ত্রনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভুইয়া এসব কথা বলেন। বক্তব্য রাখেন অধিনায়ক ৪২ বিজিবির লেঃকর্ণেল গাজী নাহিদুজ্জমান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, শাহরিয়ার হিরু, মাহফুজুল হক আনার, শাহ আলম শাহী প্রমুখ। এ ছাড়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ