Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটদানে নিরুৎসাহিত করায় ১০ হাজার অ্যাকাউন্ট বন্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ভোটপ্রদানে নিরুৎসাহিত করে ক্রমাগত বিভিন্নজনকে বার্তা পাঠানোর অভিযোগে ১০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। বার্তা সংস্থা রয়টার্সকে এক ই-মেইলে টুইটার কর্তৃপক্ষ জানায়, তারা কিছু অ্যাকাউন্টের কর্মকাণ্ডে নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অ্যাকাউন্টগুলো সেপ্টেম্বরের শেষদিকে ও অক্টোবরের শুরুতে বন্ধ করা হয়। এই সংখ্যাকে তুলনামূলক কমই বলা হচ্ছে কেননা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভুল তথ্য ছড়ানোর কারণে টুইটার কর্তৃপক্ষ লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীদের সহায়তাকারী ডেমোক্র্যাটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে টুইটারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, অ্যাকাউন্টগুলো অটোমেটিক রোবোটিক কোনো সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়ে থাকে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাকাউন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ