মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকারের এ পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি বড় ধরনের আঘাতের শামিল। এতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বিপন্ন হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান-বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল করে পরমাণু সমঝোতার মতো একটি আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র যার ফলে আন্তর্জাতিক স্থিতিশীলতাও বিপন্ন হবে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাকে বিন্দুমাত্র সমর্থন করবে না রাশিয়া। এতে আরো বলা হয়, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো ওই চুক্তিতে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করে তেহরানের সঙ্গে সব ধরনের ব্যবসা ও লেনদেন চালিয়ে যাবে। ইরানের ব্যাপারে মার্কিন সরকারের দ্বৈত আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় তাহলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার কোনো অর্থ থাকে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী গত আগস্ট মাসে ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ ছাড়া, আজ ৫ নভেম্বর থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প গত কয়েকমাস ধরে বলে আসছিলেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। কিন্তু গতকাল মার্কিন সরকার বলেছে, তারা ইরান থেকে তেল আমদানিকারক আটটি দেশকে তেল নিষেধাজ্ঞার বাইরে রাখবে। এসব দেশ ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখতে পারবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।