Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্র্থিক সহায়তায়, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে, অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রদর্শনী প্রতিযোগিতা গত শনিবার অত্র ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, শিল্প কারখানার মালিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিল। স্কিলস কম্পিটিশন ২০১৮ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিল হাওলাদার, কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, এলপিসি ইউনিট প্রধান এ কে এম হুমায়ন কবিরসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক ও প্রতিনিধিগণ। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের ৩৩টি উদ্ভাবনী প্রজেক্ট ও সৃজনশীল কর্মকাণ্ড প্রর্দশনী করে এবং শিক্ষার্থীদের তৈরিকৃর্ত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে শিক্ষার্থীরা প্রশ্নের জবাব দেন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী দেখে ইউএনও প্রসংশা করে। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ বলেন, আশা করছি আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এবারো শ্রেষ্ঠ হবে। উল্লখ্য, ২০১৭ সালে অত্র ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চটগ্রাম বিভাগে প্রথম ও জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সনদ

২৬ এপ্রিল, ২০২২
১ মার্চ, ২০২২
২৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ