বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
থানায় আসামি দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন ওসমানীনগরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গয়াছ মিয়া।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতার হওয়া গয়াছ মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউপির ব্রাহ্মণ গ্রামের মৃত শফিক উল্ল্যার ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল-মামুন ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গয়াছ মিয়ার বিরুদ্ধে থানায় ছাত্র উস্কানির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (মামলা নং-১০(০৮)২০১৮) রয়েছে। শনিবার রাত ৯টার দিকে গয়াছ মিয়াকে গোয়ালাবাজার থেকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৪ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।
তবে বিএনপির একাধিক সূত্র জানায়, গয়াছ মিয়া মামলা সম্পর্কে অবহিত ছিলেন না। এ কারণেই রাতে এক আসামিকে দেখতে থানায় যাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।