Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তফসিল ঘোষণার সিদ্ধান্তে ইসির বৈঠক আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:৩৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার বৈঠকে বসছেন নির্বাচন কমিশন (ইসি)। এ সপ্তাহে একাদশ তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। কমিশনের মুলতবি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সচিব বলেন, আশা করি তফসিল এই সপ্তাহেই হবে। আমাদের প্রস্তুতি রয়েছে। আজ গতকাল (শনিবার)সভার মূলতবি হল। আজ বিকাল তিনটায় আবার সভা বসবে। একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। আর ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ চলছে। এই সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করতে শনিবার বিকালেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। ওই সময় কমিশনের ৩৮তম সভা চলছিল। তবে ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে রাত ৮টা পর্যন্ত অবহিত হননি বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন।
তিনি বলেন, আমরা এখনও ঐক্যফ্রন্টের চিঠি পাইনি, অবহিত হইনি। রোববার বিকাল পর্যন্ত কমিশন সভা মুলতবি রাখা হয়েছে। আমরা চিঠিটি পাওয়ার পর তা দেখব। হেলালুদ্দীন আহমদ বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে বিধিমারা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আজকের সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধিমালা অনুমোদন হয়। এক্ষেত্রে প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে ডাউনলোড করে স্বাক্ষর করবেন। এরপর তা পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইলে মেসেজ বা ই- মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আজকের বৈঠকটি রোববার বিকেল ৩টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করা হবে। বিএনপির ৭ ধারা নিয়ে কোর্টের রায় প্রসঙ্গে সচিব বলেন, আদালত একটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি কমিশনের কাছে তুলবো। সেখানেই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তফসিল পেছানোর দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে তিনি বলেন, আমরা এখনো তাদের চিঠি হাতে পাইনি। তাদের দাবির বিষয়ে আজ বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনের প্রস্ততির বিষয়ে ইসি সচিব বলেন, আমরা ইতিমধ্যে নির্বাচনের সামগ্রিক প্রস্ততি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করা হয়েছে। ৭৫টি দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। ভোটার তালিকা প্রস্তুত করে প্রার্থীদের জন্য সিডিও প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন সচিবালয়ে দুই দফায় প্রায় চার ঘণ্টা নির্বাচনের প্রস্তুতিমূলক বৈঠক হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। প্রথম দফায় অংশ নিলেও দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।



 

Show all comments
  • Faija ৪ নভেম্বর, ২০১৮, ৪:০৬ এএম says : 0
    Akon e dorkar nirbasonkalin sorkar.এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ