প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিত ‘লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৮’তে অংশগ্রহণ করে লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘কঞ্জুস’ পুরস্কৃত হয়েছে। সম্প্রতি লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ কঞ্জুসের ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্বের দশটি দেশের নির্বাচিত নাটকসমূহ প্রদর্শিত হয়। উৎসবে অংশগ্রহণের জন্য লোক নাট্যদলের ১২ সদস্যের একটি দল কানাডায় যায়। দলের অধিকর্তা লিয়াকত আলী লাকীর নেতৃত্বে উৎসবে অংশগ্রহণ করেন তারা হলেন- স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাস্উদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল। উৎসবে বিশ্বের দশটি দেশের মধ্যে বাংলাদেশ ৪টি ক্যাটাগরিতে নমিনেশন পায়। নমিনেশনগুলো হলো:- ‘আউটস্ট্যান্ডিং মেইল অ্যাকটর’ (স্বদেশ রঞ্জন দাসগুপ্ত), ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাকটর-২জন’ (আজিজুর রহমান সুজন এবং মাস্উদ সুমন)। ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন (কঞ্জুস)। এর মধ্যে দুটি পুরষ্কার অর্জন করে। পুরষ্কার হলো হলো: ‘আউট স্ট্যান্ডিং সাপোটিং অ্যাকটর’ (আজিজুর রহমান সুজন) এবং ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন (কঞ্জুস)। উল্লেখ্য, বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৪তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। কানাডার উৎসবে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকা সহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে অর্জন করেছে সম্মানজনক পুরষ্কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।