Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু চরম জনদুর্ভোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি সেতুর গোড়ার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

খরনা খালের উপর এ সেতু যেন এখন মরণফাঁদ। এলাকার কয়েকশ পরিবারের মানুষ ঝুঁকির মধ্যে যাতায়াত করছে। গত কয়েক বছর আগে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের স্রোতে সেতুর পশ্চিম পাড়ের মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার কারণে ওই এলাকার ‘রাম হরিদাস’ সড়ক দিয়ে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এলাকার লোকজন বিষয়টি কচুয়াই ইউপি চেয়ারম্যানকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা হয়নি।
সরেজমিন দেখা যায়, এলাকার লোকজন ছাড়াও স্কুল, কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন হেঁটে ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে যাতায়াত করছে। ২০০৫ সালে খরনা খালের উপর সেতু নির্মাণের পর গাড়ি চলাচল করলেও গত এক বছরে সেতুর সংযোগ সড়ক ভেঙে বিলীন হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছে। এ সড়কের সঙ্গে পটিয়া-চন্দনাইশ-বৈলতলী মূল সড়কের সঙ্গে সংযুক্ত। ‘রাম হরিদাস’ সড়ক দিয়ে আজিমপুর উচ্চ বিদ্যালয়, পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোদা নগেন্দ্রী নন্দী মহিলা ডিগ্রি কলেজ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে।

গেল বর্ষা মৌসুমের আগে সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মিত হয়। বর্তমানে তা বেহাল অবস্থা। এ ব্যাপারে কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম জানান, ‘রাম হরিদাস’ সড়কের মাঝামাঝিতে খরনা খালে উপর সেতু রয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডিকে অবিহিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কাজী আকবর হোসেন জানান, গত এক বছর পর্যন্ত এ সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

তিনি এ ব্যাপারে সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে পটিয়া উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত জানান, সেতুর সংযোগ সড়কের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয় ইউপি মেম্বারকে অর্থ বরাদ্দ দিলেও অবহেলা করে কাজ করেননি। পুনরায় সড়ক সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ