Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে হজরত তৈয়্যব শাহ (রহ.) ওরশ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গাউছিয়া কমিটি বাংলাদেশ আব্দুল্লাহপুর ইউনিয়ন সংযুক্ত গণিপাড়া শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে বিশাল নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে রাউজান গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন তেলপাড়ই সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মুজিআ)। গাউছিয়া কমিটি গণিপাড়া শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শফিউল আজম আলকাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার। প্রধান বক্তার তকরির করেন চট্টগ্রাম আশেকানে আউলিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি মুহাম্মদ ইউছুপ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ ফটিকছড়ির সভাপতি ও শান্তির হাট মাদরাসার সুপার মাওলানা সরওয়ার আলম আলকাদেরী। উদ্বোধক ছিলেন শাখার সভাপতি হাজী আবু আহাম্মদ মিয়া। উপস্থিত ছিলেন জেবি নুরিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা হারুনুর রশীদ আল কাদেরী, সাংবাদিক এম বেলাল উদ্দিন, আলহাজ মাওলানা শহিদুল্লাহ, যুবনেতা হোসেন, শাহজালাল প্রমুখ। পেয়ার মুহাম্মদ বলেন, হুজুর তৈয়ব শাহ (রহ.) ঈদে মিলাদুন্নবি (দ.)-এর জশনে জুলুস প্রতিষ্ঠা করে কোটি কোটি আশেকর জন্য ঈমান-আক্বিদার সঠিক দিকনির্দেশনা দিয়ে গেছেন। তারা বলেন, আঞ্জুমানের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে কামিল মাদরাসা প্রতিষ্ঠা করাসহ উপজেলা ও ইউনিয়নে দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করার। পরে মিলাদ-ক্বিয়াম শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি আল্লামা সৈয়দ মছিহুদৌলাহ (মুজিআ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরশ

২ ফেব্রুয়ারি, ২০২০
১৩ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ