Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিল শুরু হচ্ছে শুক্রবার জুমা বাদ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৫ পিএম

দেশের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে ফাল্গুন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে শুক্রবার জুমা বাদ। পীর ছাহেব হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম বাদ জুমা উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিন ব্যাপী এ মাহফিলের সূচনা করবেন।
বিশাল এ মাহফিলকে সার্বিকভাবে সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌপথে মুসুল্লীয়ানগন ইতোমধ্যে চরমোনাই দরবার শরিফে পৌছতেও শুরু করেছেন। বরিশাল মহানগরী থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে কির্তনখোলা নদী তীরে চরমোনাই দরবার শরিফের বিশাল ময়দান ছাড়িয়ে আসে পাশের এলাকা যুড়ে মাহফিলে আগত মুসুল্লীয়ানগন অবস্থান নিচ্ছেন। প্রতিদিন বাদ ফজর থেকে এশা পর্যন্ত পর্যায়ক্রমে পীর ছাহেব সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন এ মাহফিলে ওয়াজ নসিহত করবেন।
আগামী সোমবার ফজর নামাজ বাদে বিদায়ী বয়ান শেষে পীর ছাহেব হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম আখেরী মোনাজাত পরিচালনা শেষে মুসুল্লীয়ানদের বিদায় জানাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ