Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে বাহাদুর শাহ্’র নির্বাচনী মোটর শোডাউন

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৮:২৮ পিএম

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত চাঁদপুরের হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী মোটর শোডাউন ও পথসভা করেছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। চাঁদপুর ৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে আসছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের উদ্দেশ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ এই শো-ডাউন করেছেন।
এদিন দুপুরের কিছু পরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতা-কর্মী আর সাধারন ভোটারদের অংশ গ্রহনে বিপুলসংখ্যক হোন্ডা, মাইক্রোবাস ও মিনি ট্রাক নিয়ে নির্বাচিনী এ শোডাউন হয়। হাজীগঞ্জ পৌর এলাকাস্থ ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে শুরু হয়ে শোডাউনটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে উপজেলার বাকিলা ও রাজারগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিন করেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
পথ সভায় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, ১০১ টি সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন রয়েছে । মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের পথে। দূর্ণীতির মাধ্যমে বিভিন্ন দলের গুটি কয়েক নেতা রাতারাতি অঢেল সম্পদের মালিক হয়ে গেছে। আমাদের সুযোগ দিন, আমূল পরিবর্তন হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ক্ষমতায় গেলে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় দূর্নীতি ও মাদকের মূল উৎপাটন করা হবে। নারী ও ধর্মীয় শিক্ষার প্রসার, ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা এবং হাজীগঞ্জ শাহরাস্তিতে শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা করা হবে।
কয়েক সহস্র নেতাকর্মীর অংশগ্রহনে শোডাউনে আরো উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর শাহ্, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী নকশেবন্দী, হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি জাকির হোসেন মিয়াজী, সহ-সভাপতি মঞ্জুর আলম পাটওয়ারী, পৌর সভাপতি মাও. মাহমুদ শাহ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আজাদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাজীগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ