বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-গুলি-হাতকড়া। নগরীর বায়েজীদ বোস্তামী থানার ট্যানারি বটতল থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এই দুইজন হলেন- ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার আবদুল জব্বারের ছেলে সাবেদুল হক নুরু (৩৪) ও ধূরং এলাকার ফজলুর রাব্বীর ছেলে আনোয়ার শাহ (৩০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি হাতকড়া, ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, তারা পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটির মতো মামলা রয়েছে বলেও জানান তিনি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।