Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য-সংঘাত নিয়ে আন্তরিক আলোচনা

ট্রাম্প ও শি’র দৃষ্টি এখন জি২০ সম্মেলনের দিকে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংঘাত নিয়ে দেশটির নেতা শি জিনপিংয়ের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক’ আলোচনা করেছেন। তারা এ মাসের শেষের দিকে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের পরিকল্পনা নিয়েও কথা বলেন। এ দুই ক্ষমতাধর নেতা এমন এক সময় ফোনালাপ করলেন যখন বিশ্বের এ দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় বলেন, আমি সবেমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বললাম। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হলেও আমরা বাণিজ্যের বিষয়টির ওপর বেশী জোর দিয়েছি। ট্রাম্প বলেন, বাণিজ্য আলোচনা সুন্দরভাবে এগিয়েছে। এ সময় তারা বুয়েন্স আয়ার্সে জি২০ সম্মেলনের ‘আলোচ্য সূচি’ নিয়েও কথা বলেন। এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে আবারো কথা বলতে এবং তার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে পেরে অত্যন্ত আনন্দিত। চীনের প্রেসিডেন্ট আরো বলেন, তিনি জি২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। শি বলেন, বাণিজ্য বিষয়ে মতবিরোধ উভয় দেশের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব বাণিজ্যের ওপর ‘বিরূপ প্রভাব’ ফেলেছে। তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে চীন এমনটা দেখতে চায় না।’ উল্লেখ্য, ওই ফোনালাপে ট্রাম্প ও শি উত্তর কোরিয়ার বিষয়টি নিয়েও ভাল আলোচনা করেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ