Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকলের সহযোগিতায়ই আজকের ফেরদৌস হয়েছি-ফেরদৌস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

১৯৯৮ সালের রোজার ঈদে বিটিভিতে প্রদর্শিত হয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত ফেরদৌস অভিনীত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। এই সিনেমায় অভিনয় করে সেই সময় ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। শুধু তাই নয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তারও আগে তিনি ছটকু আহমেদ’র নির্দেশনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় সালমান শাহ’র স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করেন। চলচ্চিত্রে পেশাগতভাবে তার পথচলা শুরু হয় ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। সেই হিসেবে সিনেমায় ফেরদৌস দুই দশক অর্থাৎ বিশ বছর পার করছেন। বলা যায় প্রায় একই রকম জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি। ফেরদৌস বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোভাবে এখনো কাজ করে যাচ্ছি। আজ এই সময়ে এসে যাদের কথা স্মরণ করতে হয়, তারা হচ্ছেন ছটকু আহমেদ, বাসু চ্যাটার্জি, বিবি রাসেল, অঞ্জন চৌধুরী, দীলিপ বিশ্বাস, হাবিবুর রহমান, সানোয়ার মোর্শেদ, বিবি রাসেল, আমার পরিবার, আমার বাবা মা, স্ত্রী এবং আমার দুই সন্তানের কথা। আমার সহকর্মী নায়িকাদের মধ্যে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, ঋতুপর্ণা এবং প্রিয়াংকার নাম আসে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল সহশিল্পী, সিনেমাটোগ্রাফার, মেকাপ আর্টিস্ট, প্রযোজক, নতুন নতুন পরিচালক, প্রোডাকশন বয়, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক’সহ আমার সকল সাংবাদিক ভাই বোনদের প্রতি। সেইসাথে কোটি কোটি ভক্ত দর্শকের কাছেও কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আমি আজকের ফেরদৌস। সত্যি বলতে কী চলচ্চিত্র একটি পরিবার। তাই পরিবারের সবার সহযোগিতায়ই আমি আজকের নায়ক ফেরদৌস হয়েছি।’ উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌস সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘গঙ্গাযাত্রা’, মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত প্রিয় আরো বেশ কয়েকটি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিন্দি সিনেমা ইকবাল দুররানীর ‘মিট্টি’, একে সোহেল’র ‘খাইরুন সুন্দরী’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহ আলম কিরণের ‘চুড়িওয়ালা’, তমিজ উদ্দিন রিজভীর ‘জবাবদিহি’। কলকাতায় ঋতুপর্ণার সাথে সুভাষ সেন’র ‘ওস্তাদ’ তার অভিনীত দ্বিতীয় সিনেমা। ফেরদৌস প্রযোজিত ‘পোস্ট মাস্টার ৭১’ আসছে বিজয় দিবেস মুক্তি পাবার কথা। শিগগিরই তার প্রযোজনায় নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে ‘গাঙচিল’ সিনেমার কাজ। নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরদৌস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ