বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘কালো কাগজ’ মেশিনে রাখলে তৈরি হবে ‘ইউরো’- এমন মিথ্যা কথা বলে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- আবুল হোসেন ওরফে পংকজ শর্মা ও এলেক্স টেনে ওরফে পেট্রিক। গত বুধবার সন্ধ্যায় উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ১টি ইলেকট্রোনিক্স লকার, ১টি কাঠের বক্স ও ১২ বান্ডিল কালো কাগজ উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গত তিন/চার মাস আগে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীর সঙ্গে গ্রেফতার দুই প্রতারকের সাথে লা মেরিডিয়ান হোটেলে পরিচয় হয়। এরপর তারা তাদের দুই সহযোগী মাইক ও পিটারকে নিয়ে রুহুল আমিনকে নানা প্রলোভন দেখাতে থাকে। এরই অংশ হিসেবে রুহুল আমিনকে মুরগির ফার্ম, গরুর খামার, মাছের খামার করে বিদেশে রফতানির কথা বলে। একপর্যায়ে তারা কালো কাগজকে মেশিনের মাধ্যমে দিয়ে ইউরো তৈরির প্রলোভন দেখায়। এভাবে তারা রুহুল আমিনের কাছ থেকে ৯৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে গত ২৮ অক্টোবর ভুক্তভোগী বাড্ডা থানায় একটি মামলা করেন। এরপরই ডিবি উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। পলাতক অপর দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।