Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দত্তের বরাক উপত্যকায় পৃথক রাজ্যের দাবি

আসামকে তিন ভাগ করার প্রস্তাব এডভোকেট প্রদীপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

অল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এডভোকেট প্রদীপ দত্ত রায় বলেছেন, শান্তি নিশ্চিত করতে হলে বরাক উপত্যকা ছাড়াও আসামকে তিনটি ভাগে ভাগ করতে হবে। এগুলো হলো বোরোল্যান্ড, এনসি হিলস-কারবি আংলং ও কামতাপুর। দত্ত বলেন, আমরা আসামিয় জনগণকে আঘাত দিতে চাই না। তারা সবসময় শান্তিতে থাকুক। খবরে বলা হয়, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের বরাক উপত্যকায় পৃথক রাজ্যের দাবি তুলেছে একটি ছাত্র সংগঠন। জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৬ নিয়ে বিভিন্ন ভাষাভাষী গ্রুপের মধ্যে যে ‘তীব্র বিভক্তি’ তৈরি হয়েছে তা নিরসনে এই আলদা রাজ্যের দাবি তোলা হয়। আসামের বাঙ্গালি অধ্যুষিত তিনটি জেলা কাছার, হাইলাকান্দি ও করিমগঞ্জ নিয়ে বরাক উপত্যকা গঠিত। আসামিয় অধ্যুষিত ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকার বিরোধ অনেক পুরনো। অল কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও এডভোকেট প্রদীপ দত্ত রায় গত মঙ্গলবার শিলচরে বলেন, ‘অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু), কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও আলোচনাপন্থী উলফা’র মতো সংগঠনগুলো নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে বাঙালিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। সবচেয়ে ভালো হবে বরাক উপত্যকা যদি আসাম থেকে আলাদা হয়ে যায়।’ তিনি বলেন, শান্তি নিশ্চিত করতে হলে বরাক উপত্যকা ছাড়াও আসামকে তিনটি ভাগে ভাগ করতে হবে-বোরোল্যান্ড, এনসি হিলস-কারবি আংলং ও কামতাপুর। তিনি আরো বলেন, আমরা অসমিয় জনগণকে আঘাত দিতে চাই না। তারা সবসময় শান্তিতে থাকুক। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ঐক্যের যে স্বপ্ন দেখছেন তা স্বপ্নই থেকে যাবে বলেও আক্ষেপ করেন দত্ত। এদিকে, আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ অভিযোগ করেন যে, এনআরসি প্রক্রিয়া বানচাল করতে কিছু লোক বিভেদ সৃষ্টিকারি এজেন্ডা নিয়ে কাজ করছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ