রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত২৪ ঘন্টায় কেশবপুর থানা পুলিশ উপজেলা ব্যাপি অভিযান চালিয়ে নাশকতা ও মারামারি মামলায় ৮ আসামীকে গ্রেফতার করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, বুধবার রাতে ইন্সপেক্টর (তদন্ত) শাহাজান আহমেদ,উপ-পরিদর্শক ফকির ফেরদৌস আলী, উপ-পরিদর্শক নাজমুল হুসাইন,উপ-পরিদর্শক ফজলে রাব্বি,সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার, সহকারী উপ-পরিদর্শক মহাসীন আলীসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গৌরীঘোনা গ্রামের করিম ফকিরের ছেলে ওয়ার্ড বিএনপির নেতা ইউসুফ ফকির(৫০),ফতেপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম(৩৫),সারুটিয়া গ্রামের নফর সরদারের ছেলে বিএনপি নেতা মশিয়ার সরদার(৪৫),আড়–য়া গ্রামের খালেক মোল্ল্যার ছেলে ওয়ার্ড বিএনপির নেতা কামাল হোসেন(৩০) ও ভালুকঘর গ্রামের এলাহী বক্সের ছেলে ওয়ার্ড বিএনপির নেতা মোস্তাফিজুর রহমানদের(৪৮) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।
একই অভিযানে মারমারি মামলার এজাহারভূক্ত আসামী উপজেলার সারুটিয়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাহীনুর রহমান(৪০), আড়–য়া গ্রামের সোবাহান মোল্যার ছেলে আবদুল মালেক(৪০) ও ভবানীপুর গ্রামের মৃত মহব্বত জমাদ্দারের ছেলে রাশেদ জমাদ্দারদের(৩৫) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।