Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় মাদ্রাসার সালানা জলসা ও ফাতেহা শরীফ

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

চট্টগ্রামের আনোয়ারায় শাহ্ মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩৮তম সালানা জলসা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি নঈম উদ্দিন আলকাদেরীর (রহ.) ২৬তম বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর বন্দরস্থ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নবী হোসেন চৌধুরী। এতে প্রধান মেহমান ছিলেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক আল্লামা শাহ্ আবদুল করিম আলকুতুবী (ম.জি.আ.)। উদ্বোধক ছিলেন ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দুল আলম আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী। প্রধান ওয়ায়েজ ছিলেন উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী। তকরির করেন মুফতি মাওলানা আবুল কাশেম আনোয়ারী, মাওলানা গাজী মুহাম্মদ মুঈনুদ্দীন রেজভী। বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জলসা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ