বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশ পরিচালিত ঐতিহ্যবাহী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া ফাযিল অনার্স কামিল (এমএ) মাদরাসার ৪৩তম সালানা জলসা ও ওরছে কূল মাহফিলে বিশিষ্ট আলেম-মাশয়েখ, ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন। গত শনিবার অনুষ্ঠিত বর্ণাঢ্য এ মাহফিলে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাইখে তরিকত প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (মঃজিঃআঃ)। এতে বক্তব্য রাখেন কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবুল ফতাহ মুহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল-কাদেরী (মঃজিঃআঃ)।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবদুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা এমএ মতিন, আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, অধ্যক্ষ আল্লামা শফিক আহমদ, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, জামেয়া আহমদিয়া আলীয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, আল্লামা শহিদুল হক হোসাইনী, সৈয়দ মুহাম্মদ মুজাহিদ, অধ্যক্ষ আল্লামা আবদুর রহিম আল-কাদেরী, আল্লামা আনছারুক হক নঈমী, অধ্যক্ষ নুরুল আমিন ও আমিনুল হক আল-কাদেরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।