Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের জন্যই সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয় -জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম

জনগণের জন্যই সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয় বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের শরিক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সংবিধানের মধ্য থেকেই সংবিধান সংশোধন সম্ভব। এখনও পর্যন্ত একটা সংসদ বহাল আছে, কাজেই সমঝোতা হলে, সদিচ্ছা থাকলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সংবিধান সংশোধনের প্রশ্ন কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

বৃহস্পতিবার সকালে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রাজনৈতিক সংকট-সংঘাত উত্তরণে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কার্যকর জাতীয় সংলাপের উদ্যোগ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের ন্যূনতম শর্তগুলো নিয়ে সমঝোতা হওয়া দরকার। এ সমঝোতার জন্য জাতীয়ভাবে কার্যকর ও অর্থবহ সংলাপ অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সংলাপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই সংলাপ কতটা অর্থবহ হবে, বর্তমান সংঘাতময় পরিস্থিতি উত্তরণে কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের উদ্যোগ নিয়েছে আসন্ন নির্বাচনে।’ ইভিএম এর মাধ্যমে ডিজিটাল জালিয়াতির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার তীব্র সমালোচনা করেন জোনায়েদ সাকি। তার ভাষ্য, রাজনৈতিক দলের নিবন্ধনকে নির্বাচন কমিশনের মাধ্যমে রাজনীতি দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু নতুন দলগুলোর রাজনীতি বিকাশের পথকেই রুদ্ধ করা হচ্ছে না, সব দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোনায়েদ সাকি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ