Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসিক সীমানা বৃদ্ধি করা হবে

মতবিনিময় সভায় মেয়র

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কর্পোরেশনের এলাকাকে বৃদ্ধি করে ১২টি থানা এরিয়ায় নিয়ে যেতে চাই। পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে এই নগরীর দক্ষিনাংশের আয়তন বৃদ্ধি করে সেখানে রিসোর্ট, কটেজ, বিনোদন পার্ক স্থাপন করে পর্যটক নগরীরূপে গড়ে তুলতে চাই।

আগামীতে রাজশাহী মহানগরীতে নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার আহবান জানান মেয়র। রাজশাহী সিটি কর্পোরেশন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এর এরিয়া নানাবিধ কারণে বৃদ্ধি হয়নি।

গতকাল সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকরী মহাপরিকল্পনা ও বিস্তারিত এলাকার মহাপরিকল্পনা হালনাগাদ করার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান কে দুর্যোগ ঝুকির্পূণ সংবেদনশীল করণ শীর্ষক সমীক্ষা প্রকল্প বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মেয়র বলেন, মহানগরীর উন্নয়নে প্রত্যেক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে একযোগে কাজ করতে চাই। নানা অব্যবস্থাপনায় আমার রেখে যাওয়া উন্নয়ন কার্যক্রম স্লান হয়েছে। সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নগরীর উন্নয়নে ইতোমধ্যে ওয়াসার ৪ হাজার ৬২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন। আগামীতে মহানগরীর উন্নয়নে এরকম আরো প্রকল্প অনুমোদন লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজ, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ রেজাউল করিম।
রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক ভিডিও চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রজেক্টের টিম লিডার ড. মোঃ শামীম মাহবুবুল হক, আরডিএর টাউন প্ল্যানার আজমেরী আশরাফী, অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ। রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দসহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ