মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। নিউজিল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ১৩ মিনিটে উত্তর দ্বীপ অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় বাড়তি সর্তকতা হিসেবে পার্লামেন্টের অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। খবর নিউইয়র্ক টাইমস।
পত্রিকা বলে, মঙ্গলবার দেশটির নিউ প্লাইমাউথ শহরের ৪৮ মাইল দূরে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, এটি ১৪১ মাইল গভীরে আঘাত হানে।
প্রায় ১০ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় নয় হাজার বাসিন্দা ভূমিকম্পের বিষয়টি টের পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামিরও খবর পাওয়া যায়নি। যদিও ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল, তবে বেশি গভীরে আঘাত হানায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সাধারণত ভূমিকম্প বেশি গভীরে আঘাত করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।