মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুরো একটি শহর বিক্রি হবে নিউজিল্যান্ডে। তার জন্য বিজ্ঞাপনও দিয়েছে দেশটি। শহরের নাম ‘লেক ওয়েটাকি ভিলেজ’। দেশটির দক্ষিণ দ্বীপের ডানেডিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত ওই শহর। কর্তৃপক্ষ শহরটির বিক্রি মূল্য ঠিক করেছে ২ দশমিক ৮ মিলিয়ন মাকিন ডলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শহরটির অবস্থান খুব নিরিবিলি একটা জায়গায়। তবে তথাকথিক শহর বলতে আমরা যা বুঝি ঠিক তা নয় শহরটি। মোট আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার জায়গা আছে সেখানে। তবে শহরটির চারপাশ দেখলে যে কারও মন জুড়িয়ে যাবে। তাই অনেক পর্যটকদের জন্যও এটি একটি আকর্ষণীয় স্থান।
এই শহরের একটা গল্প আছে। আজ থেকে প্রায় ৯০ বছর আগে এখানে একটি বাঁধ নির্মাণ করার সময় শহরটির গোড়াপত্তন ঘটে। বাঁধ নির্মাণের নিমিত্তে ১৯৩০ সালে শহরটিতে মানুষ আসতে থাকে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে চলে যেতে থাকে তারা। আবার ওই সময় নতুন করে অনেকে এসে বসবাস শুর করেন সেখানে। কিন্তু ১৯৮০ সালে শহরটি একেবারে খালি হয়ে যায়।
শহর বিক্রির বিজ্ঞাপন দেখার পর নিউজিল্যান্ডভিত্তিক একটি রিয়েল এস্টেট এজেন্সির কর্মকর্তা কেলি মিলমিনে বলেন, ‘এই শহরটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই এটি কেনার পরিকল্পনা করছি আমরা।’
তবে বিদেশি নাগরিক কিংবা অভিবাসীরা শহরটি কিনতে পারবেন না। কেননা চলতি বছরের আগস্টে দেশটিতে সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি আইন পাশ হয়। ওই আইন অনুযায়ী নিউজিল্যান্ডের বৈধ নাগরিক ছাড়া দেশটির সম্পত্তি কেউ কিনতে পারবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।