গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায়ী সাক্ষাৎ করেছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে চার বছর বাংলাদেশে অবস্থানকালে বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এ জন্য বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
জানা গেছে, সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে জানান, এসব পদক্ষেপ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের সময়ে যেকোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানাতে তার দল প্রস্তুত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।