রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আ.লীগের ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষন সমন্বয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। ফলে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে মনোনয়নে আরো এক ধাপ এগিয়ে গেলেন, তিনি এখন জনতার মুখে মুখে। তিনি বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সহ-সভাপতি, ডেসকোর পরিচালক, আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী।
গত রোববার আ.লীগ থেকে এ দায়িত্ব দেয়া হয় বলে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ নিশ্চিত করেছেন। আ.লীগের জাতীয় নির্বাচন পরিচালনার উপ-কমিটির মূল দায়িত্বে আছেন সাবেক রাষ্ট্রদূত গওহর রিজভী, সদস্য সচিব আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।