প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তার পর এবার ভারতে চলছে বাংলাদেশে নির্মিত ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি ভারতের ‘খুশবু বাংলা’ চ্যানেলে স¤প্রতি প্রচার শুরু হয়েছে। ভারতের সময় সন্ধ্যায় ৭:৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। বাংলাদেশে প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টায় এটিএন বাংলায়। নাটকটির মূল ভাবনা ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা, এটিএন নিউজ। নাটকটি পরিচালনা করছেন আশরাফ-উল ইসলাম পিপিএম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ। ‘ক্রাইম পেট্রোলে’র প্রতিটি পর্ব সাজানো হয় অপরাধ বিষয়ক আলোচিত সত্য ঘটনা নিয়ে। আশরাফ-উল ইসলাম পিপিএম জানান, শিঘ্রই হিন্দি ভাষায় ডাবিং হয়ে ভারতের মনোরঞ্জন টিভিতে ধারাবাহিকটি প্রচার করা হবে। তিনি বলেন পুলিশ দেশের সেবায় নিয়োজিত, সর্বদাই সাহসিকতা এবং ঐকান্তিক মনোযোগ সহকারে দেশের অপরাধ জগতকে নির্মূল করছে। ধারাবাহিকটির মূল উদ্দেশ পুলিশ এবং জনতার মাঝে দূরত্ব কমিয়ে এক সাথে কাজ করা এবং কি ভুলের কারণে একজন অপরাধী অপরাধ করে এবং অপরাধী অপরাধ করে সাময়িকভাবে বেঁচে গেলেও শেষ পর্যন্ত তাদের আইনের হাতে ধরা পড়ে বিচারের সম্মুখীন হতে হয়। বাস্তব সত্য ঘটনা দেখে যদি কেউ সচেতন হয় তারই প্রচেষ্টা ক্রাইম পেট্রোল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।