Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধ বিষয়ক ধারাবাহিক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বেশ কয়েকটি দর্শকপ্রিয় ধারাবাহিক নির্মাণ করার পর এবার ক্রাইম সংক্রান্ত ঘটনা নিয়ে ধারাবাহিক নির্মাণ করছেন পরিচালক জুয়েল মাহমুদ। জুয়েল মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় অপরাধ বিষয়ক ধারাবাহিকটির নাম দেয়া হয়েছে ‘ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা’। শ্রীঘ্রই নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত ১১টায়। তথ্য সংগ্রহে রয়েছেন এবিএম সুজন এবং নাটকটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মো. আশরাফ উল ইসলাম পিপিএম। ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা সম্পর্কে পরিচালক জানান, প্রত্যেকটি ঘটনা যেই থানায় ঘটেছে সেই থানায় চিত্রগ্রহণ এবং ঘটনার চরিত্র অনুযায়ী বাংলাদেশে এখনো টেলিভিশনে দেখা যায়নি এমন দক্ষ অভিনয় শিল্পীদের দিয়ে চরিত্রায়ন করা হয়েছে যাতে দর্শক ঘটনার উপস্থাপনাকে বাস্তব মনে করে। আমাদের উদ্দেশ্য, সত্য ঘটনা থেকে ভুলক্রটি শুধরে নেয়ার বিষয়টি তুলে ধরা। আবেগ আর রিপু তাড়িত না হয়ে বিবেককে সদা জাগ্রত রাখার চেষ্টা আর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে সমাজকে সর্তক রাখার উদ্দেশ্যেই ধারাবাহিকটি নির্মিত হয়েছে। বর্তমানে ঢাকার বিভিন্ন থানার আলোচিত ঘটনাগুলোর দৃশ্যায়ন চলছে। এতে অভিনয় করেছেন, পরান, ওসি মো. আশরাফ উল ইসলাম পিপিএম, আকাশ আহমেদ, সাদ্দাম, জুঁই জান্নাত, মৌমিতাসহ আরো অনেকে।



 

Show all comments
  • মোঃ রেজওয়ান আলী (সাংবাদিক) ১৮ ডিসেম্বর, ২০১৭, ২:৪৩ পিএম says : 0
    জনাব,সালাম নিবেন আমিও একজন সাংবাদিক হয়ে কাজ করছি,আপনাদের কার্যক্রম আমাকে বেশ ভাল লাগে, আমিও আপনাদের হয়ে কাজ করতে আগ্রহী,কি করতে হবে জানালে খুব খুশি হতাম । রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরাধ বিষয়ক ধারাবাহিক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ