Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রাইম পেট্রোল দেখে স্কুলছাত্র নিরবকে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৩ এএম

খুলনায় স্কুলছাত্র নিরব মণ্ডলকে হত্যার পর তার বাবার কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়। ভারতীয় ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখেই এ হত্যা ও মুক্তিপণের পরিকল্পনা করে তার পাঁচ সহপাঠী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে একথা জানায় গ্রেফতার হওয়া সহপাঠীরা। তাদের জবানবন্দি রেকর্ড করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক রনক জাহান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেড়টার দিকে সপ্তম শ্রেণির ছাত্র নীরব মণ্ডলকে অপহরণ ও বিকেল ৩টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমে নিয়ে হত্যা করা হয়।

নীরব ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পূর্বপাড়া এলাকার পান-সুপারি ব্যবসায়ী শেখর মণ্ডলের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ