প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে থ্রিডি কার্টুন সিরিজ। ছোট-বড় সব দর্শকের উপযোগী করে নির্মিত কার্টুন সিরিজটির নাম ‘চাচা বাহিনীর আজব কাহিনী’। এটি প্রচার করবে নাগরিক টিভি। বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার প্রযোজনায় সিরিজটি নির্মাণ করেছে ম্যাভেরিক স্টুডিও। ভ্যাঙ্কুভারের সনি পিকচার ইমেজ ওয়ার্কসে কাজ করছেন রেজা। প্রতি শনিবার রাত ৯টায় সিরিজটি প্রচার হচ্ছে। বিদেশি কার্টুন সিরিজের দিকে শিশুরা ঝুঁকে পড়ছে। শিখছে অপসংস্কৃতি। এসব নিয়ে অভিযোগও উঠেছে অভিভাবকদের পক্ষ থেকে। দেশীয় সংস্কৃতির সাথে শিশুদের নিবদ্ধ করতেই নাগরিক টিভি বড় বাজেটের এই সিরিজ প্রচার করছে। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, এই সিরিজটির মাধ্যমে আমাদের লক্ষ্য শিশুদের বাংলাদেশের লোকসাহিত্যে সমৃদ্ধ ভাণ্ডারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। রূপকথা থেকে শুরু করে শিশু-কিশোরদের জন্য যে চমৎকার বাংলা সাহিত্যের ভাণ্ডার রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পুরোপুরি তুলে ধরতেই নির্মাণ করা হয়েছে অ্যানিমেটেড সিরিজটি। তিনি জানান, বাংলাদেশের কোনও টিভি চ্যানেলের জন্য নির্মিত এটাই প্রথম থ্রিডি কার্টুন সিরিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।