Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের শরীরে কালি লেপন ভাংচুর ও শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী সড়ক পরিবহন শ্রমিক লীগের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ৬:৫৭ পিএম | আপডেট : ৭:০০ পিএম, ২৯ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ ইনসুর আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পরিবহন আইনকে ইস্যু করে এদেশের মানুষকে জিম্মি করে শ্রম আইন পরিপন্থী অবৈধ ধর্মঘট ডেকেছে। অথচ এই পরিবহণ আইন বাংলাদশে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত থেকে খসড়া চূড়ান্ত করে পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রেরণ করে।

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের এই দ্বিমুখী আচরণে দেশে আজ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফেডারেশনের নেতাদের নির্দেশে দুষ্কৃতকারীরা দেশের ভবিষ্যত প্রজন্ম তথা স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যক্তিগত গাড়িচালক, এ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ সাধারণ চালকদের মুখে কালি লেপন করেছে।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার লক্ষ্যে এই বেআইনী ধর্মঘট। তারা পরিবহণ শ্রমিকদের ভিন্ন পথে পরিচালনা করে দেশবাসীর সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করেছে।

নেতৃবৃন্দ এই বেআইনী ও অবৈধ ধর্মঘট আহ্বানকারী এবং পরিবহণ ভাংচুর, মানুষের মুখে কালি লেপন ও শিশু হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।



 

Show all comments
  • ৩০ অক্টোবর, ২০১৮, ৭:৫০ এএম says : 0
    কেন এই ধর্মঘট ??????????????//
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ