Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে চোরাচালানী পণ্য আটকের সময় বিজিবির ওপর হামলা

আহত বিজিবি সদস্য

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

যশোরের নাভারন রেলস্টেশন এলাকায় গতকাল সকালে চোরাচালানী পণ্য আটকের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে সংঘব্ধ চোরাচালানীরা। আত্মরক্ষার্তে বিজিবি ৫ রাউন্ড ফাকা গুলিবর্ষণ করেছে। চোরাচালানীদের হামলায় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছে। বিজিবি সদস্যরা এসময় বিপুল পরিমান ভারতীয় শাডী, জরদা ও আতশবাজি জব্দ করেছে তাদের কাছ থেকে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বিজিবির একটি টহল দল সকালে নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীরা সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা চালায়। চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে রেল লাইনের পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্তে এসময় বিজিবি সদস্যরা চোরাচালানীদের ওপর পাঁচ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। চোরাচালানীদের ছোডা পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ