বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোন জোটের হয়ে নির্বাচন করতে পারে জাতীয় পার্টি (জাপা)। এটা আওয়ামী লীগ কিংবা অন্য যে কেউয়ের সঙ্গে হতে পারে। বর্তমান সরকারকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আপনারা ক্ষমতায় থেকেও নির্বাচন করেছেন আবার ক্ষমতার বাহিরে থেকেও নির্বাচন করেছেন। আপনাদের বিবেক আছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিন। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় পার্টির আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনে কে এলো আর কে এলো না তা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। জাতীয় পার্টি সবদলের অংশগ্রহণে নির্বাচন চায়। কারচুপি, ভোটচুরি না হোক, সেই নির্বাচন চাই আমরা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে খুন, হত্যা বন্ধ হবে। গায়েবী মামলা হবে না। লুটতরাজে ব্যাংক খালি। ব্যাংক থেকে টাকা লুট হয়ে বিদেশে পাচার হয়। এমন কি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়। আমাদের সময় এমন ঘটনা কি আপনারা কখনো শুনেছেন?
এইচ. এম. এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। শান্তি চায়। জীবনের নিরাপত্তা চায়। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে হয়তো এসব নিরাপত্তা দিতে পারবে। ক্ষমতা ছাড়ার পর একটি দিনও আমি শান্তিতে থাকতে পারি নাই। তিনি বলেন, দেশে এখন রাস্তার পাশে লাশ পড়ে থাকে, বিচার বার্হিভূত হত্যাকান্ড মেনে নেয়া যায়না। এভাবে একটি দেশ চলতে পারেনা। সুষ্ঠু নিবাচন হলে মানুষের ভোটে লাঙ্গলের বাক্স ভরে যাবে। আমরা ক্ষমতায় এলে বিচাবর্হিভূত হত্যাকান্ড বন্ধ হবে। গুম, খুন, চাঁদাবাজী, টেন্ডারবাজী বন্ধ হবে। দেশ থেকে গায়েবী মামলা দূর হবে। মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদের সভাপতিত্ব এবং সদস্য সচিব মুসলেম উদ্দিন মৃধার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী মামুনুর রশীদ প্রমুখ।
জিএম কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে চাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যান্য বারের মত তৎপরতা দেখা যাচ্ছে না। সাংর্ঘষিক পরিস্থিতি বিরাজ করছে। একদল বলছে নির্বাচনে যাবে না। আরেক দল বলছে নির্বাচন হবেই। নিবার্চন নিয়ে সংকট। এ.বি. এম. রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির সময়ে মানুষ নিরাপদে ছিল। খুন, গুম ছিল না। জাতীয় পার্টি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং দেশের মানুষের কাছে সমাদৃত নির্বাচন আশা করে। নিরপেক্ষ নির্বাচন চায়। ক্ষমতায় যাবে কি যাবে না। সেটা ব্যাপার নয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট জিয়াউল হক মৃধা, রেজাউল ইসলাম, মেজর (অবঃ) খালেদ আকতার, নুরুল ইসলাম নুরু, ইকবাল হোসেন রাজু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।