Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাসোগি হত্যাকাণ্ডে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত : ম্যাটিস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। খাসোগি হত্যায় দায়ীদের বিরুদ্ধে ওয়াশিংটন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে শনিবার জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিষয়টির ভেতরে প্রবেশ করতে চান। তবে তেহরান ও ইসলামিস্ট মিলিট্যান্টদের বিরুদ্ধে লড়াইয়ে রিয়াদের সঙ্গে বন্ধুত্বের ওপর জোর দেন। এছাড়া মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা যে সউদী আরব, সে বিষয়টিও বারবার সামনে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাহরাইনে আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের সামনে ম্যাটিস বলেন, ‘শান্তির প্রতি আমাদের সমন্বিত প্রচেষ্টা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে আমাদের অবিচল আস্থার বিষয়টি মাথায় রাখলে দূতাবাস প্রাঙ্গণে জামাল খাসোগির হত্যাকাণ্ডটি সবার জন্য উদ্বেগের বিষয়।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ