Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধার পুনঃযাচাই না করার নির্দেশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

শুক্রবার দেশের শীর্ষ আদালত টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে যে কেওয়াইসি তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড নম্বরের যাচাই করা বন্ধ করতে হবে। টেলিকম বিভাগকে ফের আধার পুনঃ-যাচাই না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালত টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে যে কেওয়াইসি তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড নম্বরের যাচাই করা বন্ধ করতে হবে। তবে গ্রাহকরা পরিচয় পত্র হিসাবে আধার কার্ড জমা দিতে চাইলে সংস্থার কিছু বলার থাকবে না। টেলিকম অপারেটরদের প্রকৃত যাচাইয়ের জন্য পূর্ববর্তী যে প্রক্রিয়া ছিল তা চালু করতে হবে। প্রাথমিকভাবে বায়োমেট্রিক তথ্য নিতে হবে গ্রাহকদের থেকে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) প্রাথমিকভাবে টেলিকম অপারেটরদের ১৫ অক্টোবরের মধ্যে আধার ভিত্তিক প্রমানীকরণ ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। তবে অপারেটররা অতিরিক্ত সময় চেয়েছিল। টেলিকম বিভাগ সার্ভিস প্রোভাইডারদের এই আধার নম্বর যাচাই বন্ধ করে দেওয়ার প্রতি সম্মতি জানিয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আধার ভিত্তিক প্রমানীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তালিকাভুক্ত গ্রাহকরা তাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে নতুন তথ্য সরবরাহ করতে পারেন। এর আগে টেলি যোগাযোগ দপ্তর ও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) এক যৌথ বিবৃতিতে বলেছিল যে, তাদের মোবাইল ফোন ব্যবহারকারীরা তাঁদের পূর্বনির্ধারিত পরিচয় প্রমাণের পরিবর্তে অন্য কোনও প্রমাণপত্র জমা করতে পারেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ