বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্টার্নশিপের অংশ হিসেবে নেপালে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৩তম ব্যাচের (১৬ তম ইন্টার্নি ব্যাচ) ১৩০ জন শিক্ষার্থী। নেপালের মডেল গভার্মেন্ট লাইভস্টক ফার্ম, সেন্ট্রাল অ্যানিমেল ব্রিডিং সেন্টার, ফিসারি রিসার্স সেন্টার, লুমলে এগ্রিকালচার রিসার্স সেন্টারে নয় দিনব্যাপী ইন্টার্নশিপ করবেন শিক্ষার্থীরা।
গতকাল শনিবার দুপুরে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ইন্টার্নশিপ উদ্বোধনী এবং লাগেজ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বলা হয় ভেটেরিনরি অনুষদের শেষ বর্ষের মোট ১৩০ জন শিক্ষার্থীদের ইন্টার্নশীপের অংশ হিসেব ৬৫ জন করে দুইটি দলে নেপালে যাবেন। নেপালে দুটি দল আলাদা করে মোট নয় দিন অবস্থান করবেন সেখানে। ইন্টার্নশিপের উদ্বোধন করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, রেনেটার সেলস্ ম্যানেজার গোলাম কিবরিয়া। অনুষ্ঠান শেষে রেনেটার সৌজন্যে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের মাঝে লাগেজ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।