পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতিও সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুভার্গ্যক্রমে নির্বাচন বর্তমানে টাকার খেলায় পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসন ও পেশীশক্তির প্রভাব। ফলে জনমনে ভোটাধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পল্টনস্থ মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট্রের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় তিনি এসব একথা বলেন। ঐক্যফ্রন্টের উদ্দেশে মেনন বলেন, তারা ভালোভাবেই জানে, তাদের সাত দফা পূরণ হওয়ার নয়। তারপরও এ নিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিকে মোকাবিলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নন করতে হবে। নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য। নির্বাচন কমিশনকে নির্বাচনে টাকার প্রভাব, প্রশাসন ও পেশীশক্তির নিয়ন্ত্রণের ব্যাপারে জনমনে সৃষ্ট এই সংশয়কে দূর করতে দৃঢ় ও যথাযথ পদক্ষেপ নিতে হবে। না হলে নির্বাচনবিরোধী শক্তির হাতই শক্তিশালী হবে। সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি ১৪ দলগতভাবে নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি দলগতভাবে নির্বাচনের সব প্রস্তুতি থাকবে। সভায় বক্তব্য রাখেন, পার্টির পলিটব্যুরোর সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক, পার্লামেন্টারি বোর্ডের সদস্য কামরুল আহসান, পলিটব্যুরোর সদস্য সুশান্ত দাস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।