মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের মধ্যাঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ার্দাকে একটি পুলিশ কম্পাউন্ডের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে রাজধানী কাবুল থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রদেশটির প্রধান শহর ময়দানে অজ্ঞাতনামা এক এ হামলাকারী একটি গাড়ির মাধ্যমে এ বিস্ফোরণ ঘটায়।
প্রদেশটির পুলিশ প্রধানের মুখপাত্র হেকমত দুররানি বলেন, ওই হামলার সময় পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকরা কম্পাউন্ডের ভেতরে ঢুকছিলেন। নিহতদের মধ্যে তিন পুলিশ সদস্যসহ ২ জন বেসামরিক নাগরিক আছেন বলে জানান তিনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ।
এখনও কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি। তবে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর কাবুল সরকারের বিরুদ্ধে তালেবানরা গত কয়েক বছর ধরে দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সম্প্রতি দেশটির নির্বাচনেও বেশ কিছু হামলা করে তারা। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো তালেবান বিরোধী যুদ্ধে দীর্ঘদিন ধরে দেশটির সরকারকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।