Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ সালে আফগানিস্তানে ১১ সহস্রাধিক হতাহত

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে সহিংসতা ও সংঘর্ষে ২০১৫ সালে হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে বলে জানানো হয়েছে এক জাতিসংঘ প্রতিবেদনে। বিবিসি জানায়, ২০১৫ সালে আফগানিস্তানে মোট ১১ হাজার ২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ আর শিশু ১৪ শতাংশ। আফগান সরকার হামলার লক্ষ্য হিসেবে বেসামরিক নাগরিকদের বিশেষ করে ত্রাস সৃষ্টির জন্য নারীদের বেছে নেয়ার জন্য তালেবান জঙ্গিদেরকে দায়ি করেছেন। ২০১১ সালের পর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর এবং ২০১৪ সালে নেটো মিশন শেষের পর দেশটিতে বছরে বছরে বেড়েছে বেসামরিক নাগরিক মৃত্যু। জাতিসংঘ প্রতিবেদনে জনবহুল এলাকাগুলোর ভেতরে বাইরে স্থলযুদ্ধ ছাড়াও বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা হামলা ও অন্যান্য হামলায় অন্তত ৩,৫৪৫ জন নিহত এবং ৭,৪৫৭ জন আহত হওয়ার পরিসংখ্যান দেয়া হয়েছে। ২০৪ সালের তুলনায় এ হার ৪ শতাংশ বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৫ সালে আফগানিস্তানে ১১ সহস্রাধিক হতাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ