Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে সড়ক নির্মাণে অনিয়ম

প্রতিবাদ করায় যুবককে মারপিট

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

দৌলতপুরে উপজেলায় মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর-দফাদার পাড়া মোড়ের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের ইটের গুড়া ও রাবিস ব্যবহার করা হচ্ছে। দৃশ্যমান এমন কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় সুমন (২৭) নামে স্থানীয় এক যুবককে মারপিট করে তাকে পুলিশে সোপর্দ করেছে প্রভাবশালী ঠিকাদার মজনুর রহমান মজনু। এ নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর হইতে দফাদার পাড়া মোড় পর্যন্ত ১ কি.মি. সড়ক পাকাকরণ জন্য এলজিইডি থেকে ৫২ লাখ টাকা বরাদ্দ হলে দরপত্রের মাধ্যমে কাজ পায় মজনুর রহমান মজনু নামে এক প্রভাবশালী ঠিকাদার। ঠিকাদার মজনু ১নং ইটের পরিবর্তে ৩নং ইটের গুড়া, মাটি ও রাবিস দিয়ে অতি নিম্নমানের সড়কের নির্মাণ কাজ করতে থাকে। গত বৃহস্পতিবার সুমন নামে একজন কাজে এমন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ঠিকাদার মজনুর রহমান মজনু তার পোষা পেটোয়া বাহিনী দিয়ে সুমনকে বেধড়ক মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। এমন ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
সেসময় ঘটনাস্থলে উপস্থিত মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর জানান, সড়ক নির্মাণে ইটের পরিবর্তে রাবিস ও ৩নং ইটের গুড়া দিয়ে সড়ক নির্মাণ কাজ করার প্রতিবাদ করায় সুমন নামে এক যুবককে ঠিকাদার মজনু ও তার পোষা সন্ত্রাসীরা মারপিট করে পুলিশে দিয়েছে। এছাড়াও ঠিকাদার মজনুর কাজে কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকেও নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। আর যারা এ কাজের তদারকি করবেন (সংশ্লিষ্ট দপ্তর) তারাও দেখে না দেখার ভান করে থাকেন।

এ বিষয়ে ঠিকাদার মজনুর রহমান মজনুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অতি নিম্নমানের কাজের বিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী জিল্লুর রহমার বলেন, দেখে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি দরপত্রের উল্লেখিত সিডিউল মোতাবেক কাজ করা এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ