বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারকালে বেনাপোল’র বারোপোতা সীমান্ত থেকে ৫ কেজি (৪০পিচ) সোনার বারসহ সজিব হোসেন (২২) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সজিব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে। গতকাল সকাল ৯টায় মোটর সাইকেলযোগে সোনাগুলো বিশেষ কায়দায় দেহে ফিটিং অবস্থায় ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা মোটরসাইকেল ও সোনার বারসহ তাকে আটক করে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোল’র বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে বিশেষভাবে ফিটিং অবস্থায় ৪০ টি সোনার বার জব্দ করা হয়।এসময় তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়। আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়।
সোনাসহ আটক সজিব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। সোনা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।